About Bidyaan: Leading School & College Management Software in Dhaka

বিদ্বান কি?

বিদ্বান একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সল্যুশন। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সকল বিষয় খেয়াল রাখতে হয়, আমরা সে বিষয় গুলোকে গুরুত্ব দিয়ে এই সফটওয়্যারটি ডিজাইন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান গুরুত্বের বিষয় হলো পাঠদান, যে কোনো পরিস্থিতিতে পাঠদানকে সহজতর ও নিরবচ্ছিন্ন করার জন্য বিদ্বানে রয়েছে পুরোপুরি সিস্টেম ইন্টিগ্রেটেড অনলাইন ক্লাস এর সুবিধা। এ ছাড়াও বিদ্বানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনটি স্তম্ভ (ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক) এর প্রকৃত সমন্বয়ের জন্য রয়েছে বাস্তব সম্মত ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং অভিভাবক মডিউল। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সহজে উপস্থিতি গ্রহণের জন্য বিদ্বানের রয়েছে নিজস্ব ডিভাইস। ছাত্র-ছাত্রী অনুপস্থিতি বা বিলম্বে-উপস্থিতির জন্য রয়েছে স্বয়ংক্রিয় এসএমএস নোটিফিকেশন এর ব্যবস্থা। ছাত্র-ছাত্রীদের ফিস ও বেতন-ভাতা সম্বলিত পরিপূর্ণ হিসাব রক্ষণ, পরীক্ষা নিয়ন্ত্রণ, স্কুল প্রশাসন, লাইব্রেরি ও অন্যান কার্যক্রম সমাধানে রয়েছে স্বয়ংসম্পন্ন পৃথক মডিউলে। দেশব্যপী প্রতিষ্ঠানের পরিচিতি প্রচারের জন্য রয়েছে সিস্টেম ইন্টিগ্রেটেড ডাইনামিক ওয়েবসাইট।

সর্বোপরি বিদ্বান হচ্ছে একটি মাত্র সাবস্ক্রিপশনে নিজস্ব অ্যাটেনডেন্স ডিভাইস ও এসএমএস সমৃদ্ধ একটি পরিপূর্ণ সফটওয়্যার। আধুনিক শিক্ষক ব্যবস্থার সাথে সমন্বয় সাধনে আমরা সর্বদা সচেষ্ট।

Device-Set_v01_Mockup